অন্যান্য কিছু প্রয়োজনীয় আয়াত

কুরআন বিষয়ভিত্তিক আয়াত মাজিদ শরিফ কারিম
অন্যান্য কিছু প্রয়োজনীয় আয়াত

[Reference Format: সূরা নম্বর : আয়াত নম্বর]

*মক্কার কাফের মুশরিকরাও আল্লাহর প্রতি বিশ্বাস করত- ৩১;২৫/২৯;৬১,৬৩/৪৩;৮৭

*ইবাদত হিসাবে রাসূল(সঃ) যা করেননি তা করাই বিদ’আত- ৩;৩১৩২/৫;৩/৪;৮০/৩৩;২১/২;৭৯/৫৯;৭/৭;৩

*অনুসরনীয় আদর্শ একমাত্র রাসূল(সঃ) – ৪৭;৩৩/৪;৮০,১১৫/৩৩;২১,৩৬

*ঈমান আনা অর্থাৎ সালাত সাওম করার পরও কাফের বা মুশরিক হওয়া– ৯;৬৫,৬৬,৭৪/১২;১০৬/১৬;১০৬/৩;৮৬,৯০,১০৬

*মুমিন কারা- ৮;২,৭৪/৬;৮২/২৪;৫১/৪;৬৫/৪৯;১৫/২;৩,৪,১৬৫,১৭৭,১৮৫/৪৮;২৯ (সূরা আনামঃ১৫৯)

*কোর’আন সকল সমস্যার সমাধান- ২৫;৩৩/১৬;৮৯/৪৫;২০/৩০;৫৮/৪২;১০/৬;৩৮,৫০

*কোর’আন বোঝার জন্য সহজ ও স্পষ্ট ৫৭;৯/৩;৭/২;২১৯,২২১,২৪২/৫;১৫/১২;২/৪৪;৫৮/৭৪;৫৪/৬৯;৪৮,৫১/

৭;৫২/৪;১০৫

*হেদায়েত বা সৎ পথ প্রাপ্ত হওয়ার পূর্ব শর্ত ২৯;৬৯/৩৯;১৭,১৮/৪৭;১৭/২৪;৫১,৫২/১৩;২৭/৪;১৭৫/৩;২০,৮৬,১০১/২;৪৫

*সত্য প্রকাশ হওয়ার পরও যারা অবিশ্বাস করে ও বিভ্রান্ত হয়, আল্লাহ তাদের ভ্রান্তির মধ্যেই ডুবিয়ে রাখে- ৪;১১৫/৪৭;২৫ ২;১২৬,২১২/৭;১৮২,১৮৬/৩৯;৮/২৩;৫২,৬১/৫৯;১৮,১৯/১৪;৪২/৭০;৪২,৪৩,৪৪

*পিতা মাতার আনুগত্য কখন করতে হবে, কখন হবেনা- ২৯;৮/৯;২৩,২৪/৫৮;২২

*অধিকাংশ লোক ১) জ্ঞানহীনঃ ৬;৩৭/৭;১৮৭ ২

অকৃতজ্ঞঃ ১০;৬০/১২;৩৮/৭;১৭/২৯;৬৩ ৩) = মূর্খঃ ৬;১১১/১০;৩৬/১২;৪০

৪)মুশরিকঃ ১২;১০৬/৩০;৪২ ৫) = —কাফেরঃ১৬;৮৩/৩০;৮/১২;১০৩/২৬;৮/৪৩;৭৮/১৭;৮৯/২;১০০ .

*অল্প সংখ্যক লোক নাজাত বা মুক্তি প্রাপ্ত- ২;৮৩,৮৮/৩৪;১৩/৩৮;২৪/১৭;৬১,৬২,৬৩/১১;৪০,১১৬/৫;১৩/৪;৬৬,১৫৫

মানুষের দুনিয়ার প্ররতি ঝোক ও আল্লাহর প্রতি অনিহা প্রকাশের পরিনতি- ১০২;১-৮/৭;৫১/৫৭;২০/৩১;৩৩/২৮;৬০-৬৩/২;৮৬

*মানুষ কখন যন্তু যানোয়ারের মত বা তার থেকে নিকৃষ্ট হয়- ৭;১৭৬,১৭৯/২৫;৪৩,৪৪/৪৭;১২

আল্লাহর পরীক্ষা সমূহ- ২৯;২,৩/২;১৫৫,২১৪/৯;১৬/৭;১৬৮/৮;২৮/৪৭;৩১/৩;১৪২/৬৭;২/২১;৩৫/৬;১৬৫/২৫;৩১

*জাহান্নামের শাস্তি- ২২;১৯-২২/৫৬;৪২-৪৪/৭০;১৫-১৮/৭৪;২৬-৩০/২৫;১১-৪০/৭৮;২১-২৩/৫০;২৪-৩০/৩৮;৫৫-৫৮

মুনাফিকের পরিচয় ওপরিনতি-২;৮,১১,১৩,৭৫,৭৬,২০৪/৪;৬১,৭৭,১৪২,১৪৫/৯;৪৬,৪৭,৮১/২৯;১০,১১/৬৩;২,৪/৩;১৬৮

*আল্লাহ কি সর্বত্র বিরাজমান?(আল্লাহ আরশের উপর আছেন তার ক্ষমতা ও রহমত সর্বত্র বিরাজমান- ৭;৫৪/২০;৫/৬৭;১৬,১৭

*আল্লাহর আকার আছে(আল্লাহর আকার আল্লাহর মতই)-৩৯;৬৭/৬৮;৪২/৫২;৪৮/৫৮;১/৬;১০৩/৩৮;৭৫/৪২;১১

*শয়তানের শত্রুতা ও বিভ্রান্ত করা- ৭;১৬,১৭/১৭;৫৩/৬;১২১/৩৫;৬/২;১৬৮,১৬৯,২৬৮/২৪;২১/৩৮;৭১,৮৮/৩৬;৬০-৬৩।

*রাসূল(সঃ) কি নূরের তৈরী না তিনি আমাদের মত রক্ত মাংশের মানুষ- ১৮;১১০/২;১৫১/৩৮;৭১/২০;৫৫/১৫;২৬,৩৩/৫৫;১৪

*আল্লাহর নিদর্ষন সু-স্পষ্ট (২;১৫৯/৬;১০৪) এতে মতভেদ সৃষ্টি কারী, অস্পষ্টতা সৃষ্টি কারী বা ভূল ব্যাখ্যা কারী এবং প্রত্যাখ্যান কারী

দের অবস্থা ও পরিনাম ৩;১০৫/৫০;৫/২;১৪৫-১৪৭,২০৯/৪২;১৪/৪;১১৫/১৮;৫৭

*ঈমান অথবা কুফর অর্থাৎ মুমিন ও মুনাফেক/কাফেরের মধ্যবর্তী কোন অবস্থা নেই- ৪;১৫০,১৫১/৬৪;২/১০;৩২

*দ্বীন সম্পর্কিত যে কোন বিষয়ে দলিল বা প্রমান জেনে নিতে হবে- ১৬;৪৩,৪৪/২;১১১/৪৯;৬

*কিয়ামতের দিন সমস্ত কিছু দিলেও মুক্তি পাওয়া যাবে না- ৩;১০,৯১,১১৬/৭০;১১-১৫/৩১;৩৩/৩৯;৪৭/৬০;৩/১৭;১৫

*কিয়ামতের দিন দুনিয়াতে যাদের অনুসরণ করা হত(নেতা,আলেম,পীর) তারা অনুসারীদের কথা ও দ্বায়ীত্ব নিতে অস্বীকার করবে- ২;১৬৬,১৬৭/৩৩;৬৬-৬৮/২৮;৬৩/২৬;৯২-১০২/৭;৩৮/৪১;২৯।

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   জান্নাত বিষয়ক আয়াত

*মুমিনদের প্রতি অমুসলীমরা দুনিয়াতে ঠাট্টা বিদ্রুপ ও নির্যাতন করবে এবং পূর্বের ন্যায় তাদের তাদের পথভ্রষ্ট বলে আখ্যায়িত করবে- ৩৬;৩০/১৪;১৩/২;২১২/২১;৩৬৪১/৫;৫৮/৭;৬০,১২৪,১২৭/৪০;২৬/৩৪;৪৩/১৭;৭৬,৭৭

*ইহুদী খৃষ্টান ও মুশরীকরা কখন মুসলমানদের উপর সন্তুষ্ট হয়- ৫;৫১/২;১২০/৩;১০০/৬০;১/২;১৩৫,২১৭/৩;২৮

*আল্লাহর মননীত একমাত্র দ্বীন বা জীবন বিধান হল ইসলাম(কোর’আন+সুন্নাহ)- ৩;১৯,৮৩,৮৫/৫;৫০/৪২;৪১/২;১৩২,২০৮।

*আল্লাহর পথে চলতে হলে সকল নির্যাতন উপেক্ষা করে,অন্য কাউকে ভয় না করে একমাত্র আল্লাহ কে ভয় করতে হবে এবং তার উপর নির্ভর করতে হবে- ৩৩;৪৮/২৬;১৫০,১৫১/৫;৩,৪৪/৩;১০২,১৭৫।

*খাঁটি তওবা করলে আল্লাহ কবুল করেন ও গুনাহ মাফ করেন, তা যতই হোকনা কেন-৩৯;৫৩/৬৬;৬/৪;১৭/২;১৬০/৬;৫৪।

*আমাদের নাম বা পরিচয় পূর্বেও মুসলিম বর্তমানেও মুসলিম- ২২;৭৮/৪১;৩৩/৩;৬৪

*দ্দ্বীন ইসলাম পরিপূর্ণ এতে কোন কিছু যোগ বিয়োগ(পরিবর্তন-পরিমার্জিত) করার সুযোগ নেই- ৫;৩।

*মুমিনদের জন্য মুশরিক বা শির্কারীকে বিবাহ করা, মাগফিরাতের জন্য দু’আ করা জায়েজ নয়- ২;২২১/৯;১১৩।

*ফিতনা (শির্ক) দূর না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে আল্লাহর নির্দেশ- ২;১৯৩/৮;৩৯/৯;৩৮,৩৯,৪১/২;২১৬,২১৭।

কুর’আন হাদীসের কথা বললে যে রাগান্মিত হয়,সে মুনাফিক,কাফের,জালেম- ২২;৭২/৭;৪৫,১৪৬/৪;৬১/১৮;৫৭/৪৭;৩২।

আল্লাহকে ভয় করার মত ভয় করলে আল্লাহ অকল্পনীয় ভাবে রিযিক দান করবেন বলে প্রতিশ্রুতি বদ্ধ-৬৫;২,৩/৩৯;৫২।

*মুমিনদের সম্পর্ক কাদের সাথে কেমন? অর্থাৎকারা মুমিনদের বন্ধু হবে আর হবে না-৩;২৮/৪;১৪৪,১৩৯/৫৮;২২/৫;৮০/৯;১৬,২৩,২৪/ ৫৩;২৯,৩০/১৮;২৮/৬০;১,৪/৪৫;১৯/৫;৫১,৫৫।

*দোযোখবাসীদের আফফসোস- ৪১;২৯/৩৫;৩৭/৬,২৭,৩১/৭;৫৩/৩৯;৫৫,৫৯।

*শয়তান দারিদ্রের ভয় দেখিয়ে খারাপ কাজ করায়- ২;২৬৮/

*কিয়ামতের দিন যানতাম না বলে মুক্তি পাওয়া যাবে না- ৭;১৭২,১৭৩/৩৫;৩৭/৪৩;৭৮/৫;১৯/৪৫;৩১/৪৭;১৯

*সুদখোর জাহান্নামী সুদ দেওয়া ও নেওয়া আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষনা করার শামিল- ২;২৭৫,২৭৮,২৭৯

*মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর পথে- ৩;১০৪/৪১;৩৩/১১;২৯/১২;১০৮।

*আল্লাহর কিতাব বা আয়াত কে তুচ্ছমূল্যে বিক্রয় করো না- ২;১৭৪/৩,১৮৭/৯;৯।

MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *