ইসলামিক বিনোদন / কবিতা(ইসলামিক)” ঈদ মানে ” কবিতা । August 24, 2020May 15, 2021 - by MuslimPoint Organization - Leave a Comment ঈদ মানে -শাকিব হুসাইনখানসামা, দিনাজপুর। ঈদ মানে আনন্দ আরঈদ মানে খুশি,সবার মাঝে বিলিয়ে দেবমধুর সুখের হাসি।ঈদ মানে নীল আকাশেসাদা মেঘের দোলা,খোকা-খুকি সবাই মিলেভাসায় সুখের ভেলা।ঈদ মানে কেউ ধরবে নাভেদাভেদের জিদ,প্রভুর কাছে মার্জনা চাইপাপকে করো বিঁধ।ঈদ মানে সবার মাঝেবন্ধনেরই বান,ভাইয়ের কাছে বোনের আদরঈদের পরম দান। collected from here ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করুনটুইট করুনকোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ কবর ও মানুষের পরীক্ষা ।