“ডেকে লও রাসূলল্লাহ, রওজা পাকের কিনারে”, সমাজে প্রচলিত বা জনপ্রিয় এই ইসলামিক গান/সঙ্গীত বা গজল বা নাশিদ এর মধ্যে ভুল-ভ্রান্তি বা মিথ্যাচার

ডেকে লও রাসূলল্লাহ, রওজা পাকের কিনারে
“ডেকে লও রাসূলল্লাহ, রওজা পাকের কিনারে”, সমাজে প্রচলিত বা জনপ্রিয় এই ইসলামিক গান/সঙ্গীত বা গজল বা নাশিদ এর মধ্যে ভুল-ভ্রান্তি বা মিথ্যাচার

এখানে বলা হয়েছে “ডেকে লও রাসূলল্লাহ, রওজা পাকের কিনারে”, এখন প্রশ্ন হলো , রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] কিভাবে ডেকে নিবেন, তিনি কি দুনিয়ার জীবনে রয়েছেন যে কাউকে ডেকে নিবেন,রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] সহ সকল নবী মৃত্যুবরণ করেছেন। তাঁদের রূহ ‘আলমে বারযাখে’ জীবিত আছে। যা দুনিয়াবী জীবন থেকে পৃথক। সেই জগতের সাথে দুনিয়ার জীবনের কোন সম্পর্ক নেই,যে জগত সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবগত নন। তারপর আবার বলা হয় রওজা পাকের কিনারায় কবরকে রওজা বলা এটি একটি বিদআতি পরিভাষা কুরআন সুন্নায় রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] কখনো কবর কে রওজা বলেন নি বরং সকল হাদিসে কবর বলেছেন যেটা রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেন নি সেটা আমরা কিভাবে বলি? তাছাড়া আমাদের প্রিয় নবী রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] কোন বিষয়ে বাড়াবাড়ি পছন্দ করতেন না। তিনি নিজের ব্যাপারে বলতেন,
“তোমরা আমাকে নিয়ে (আমার তা’যীমে) বাড়াবাড়ি করো না, যেমন খ্রিষ্টানরা ঈসা বিন মারয়্যামকে নিয়ে করেছে। আমি তো আল্লার দাস মাত্র। অতএব তোমরা বলো আমাকে আল্লাহর দাস ও তাঁর রাসূল।[বুখারী, মুসলিম, মিশকাত ৪৮৯৭]

সুতরাং এ সমস্ত ভুল-ভ্রান্তি বা মিথ্যাচার যুক্ত কথা থেকে সাবধান থাকতে হবে ইং-শা-আল্লাহ ।

 

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   জুম‘আর দিন আছর ছালাতের পর ৮০ বার দুরূদ পড়ার হাদিস কি মিথ্যা ?
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *