ভোর বিহনে ছুটে চলে বালকের দল
আনন্দে মেতে বলে সবে মক্তবে চল।
ভোরবেলা করে তারা আল্লাহর কালাম পাঠ
মক্তব ছুটি হলে জমায় খেলার মাঠ।
প্রভাতে ভেসে আসে কুরআনের সুর
মন কেড়ে নেয় আমার কত যে মধুর।
দ্বীন শিক্ষা করে বলে সব বালকের দল
সমাজের কালো আচার দূর করি চল।
মোদের সেবায় উঠবে হেসে বিশ্ব ভূবন
সূর্য যেমন নিখিল ধরায় ছড়িয়ে দেয় কিরণ।
ফুলের মতো গড়বো জীবন মোরা এই করি পণ
দ্বীনের কাজে প্রাচীর হয়ে থাকি আমরণ।