আবুদ দারদা (রাঃ) ও তার কওমের লোকদের ঈমান আনা নিয়ে চিন্তা-ফিকির বিষয়ক প্রচলিত মিথ্যা, ভিত্তিহীন বা বানোয়াট কাহিনী বা জাল হাদিস

আবুদ দারদা (রাঃ) ও তার কওমের লোকদের ঈমান আবদুর রহমান ইবনে আওফ
আবুদ দারদা (রাঃ) ও তার কওমের লোকদের ঈমান আনা নিয়ে চিন্তা-ফিকির বিষয়ক প্রচলিত মিথ্যা, ভিত্তিহীন বা বানোয়াট কাহিনী বা জাল হাদিস

দ্বীন নিয়ে চিন্তা বা ফিকির করা বা মানুষের হেদায়েতের চিন্তা-ফিকির করার ফযীলত হিসেবে জনপ্রিয় বাংলা ভাষী বক্তাদের নিম্নোক্ত ভিত্তিহীন ও বানোয়াট গল্প বা কাহিনী বা কিসসাটি বলতে শোনা যায়ঃ

একবার আবদুর রহমান ইবনে আওফ রা. মদীনাবাসী সকলকে দাওয়াত করলেন। তখন আবুদ দারদা (রাযি) মসজিদে নববীতে মাথা নিচু করে বসে রইলেন। তা দেখে নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে আবুদ দারদা! তুমি কী চিন্তা করছ, দাওয়াতে যাবে না?
তখন আবুদ দারদা (রাযি.) বললেন, আল্লাহর রাসূল! আমার কওমের সব লোক এখনো ইসলাম গ্রহণ করেনি; আমি তাদের নিয়ে চিন্তা-ফিকির করছি।
একথা শুনে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে আবুদ দারদা! তোমার এই সামান্য সময়ের ফিকিরের মূল্য আবদুর রহমানের সকল মদীনাবাসীকে খাওয়ানোর চেয়ে উত্তম।

সাবধানতাঃ
এটি একটি প্রচলিত মিথ্যা, ভিত্তিহীন বা বানোয়াট কাহিনী বা জাল হাদিস। কারণ কোনো নির্ভরযোগ্য সূত্রে এটি পাওয়া যায় না।
মানুষের হেদায়েতের বিষয়ে চিন্তা বা ফিকির করা অনেক বড় নেক আমল এবং ফযীলতের বিষয় তা বলাই বাহুল্য। কিন্তু তা পেশ করতে গিয়ে এজাতীয় বানোয়াট কিসসা কাহিনীর অবতারণা করা উচিত নয়।

 

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   মাইজভান্ডারী পীর এর ভুল ভ্রান্তি বা মিথ্যাচার , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *