দুই রাকাত সালাত বা নামাজের দলিল সহিহ বুখারী থেকে , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ

সালাত নামাজ আল্লাহ মোহাম্মদ(স) ভ্রান্ত ভুল জাল মিথ্যা মিথ্যাচার জয়ীফ যয়ীফ দূর্বল হাদিস সহীহ দলিল রেফারেন্স রাকাত বুখারি মুসলিম বিতর রফালিয়াদিন আমিন সশব্দে সরবে মসজিদ আউয়াল ওয়াক্ত জামাত পাচ রাফুল ইয়াদাইন মানসুখ আট তারাবি রোজা সিয়াম
দুই রাকাত সালাত বা নামাজের দলিল সহিহ বুখারী থেকে , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ

১.তাকবীর বলে নামাজ শুরু করার দলিল :
হা:নং:৭৩৮/৭৩৯/৭৮৯
💚
২.হাত বাধার দলিল:
হা:নং:৭৪০
💚
৩.নামাজে “সানাহ” পড়ার দলিল:
হা:নং:৭৪৪
💚
৪.নামাজে সুরাহ ফাতিহা পড়ার দলিল:
হা:নং:৭৪৩
💚
৫.সুরাহ ফাতিহার সাথে অন্যান্য সুরাহ মিলানোর দলিল(কিরাত):
হা:নং:৭৪৬/৭৫৮/৭৫৯/৭৯৩/৭৬০/৭৭৬/৭৭৭/৭৭৮/৭৭৯/৭৬২/৭৬৩/৭৬৪/৭৬৫/৭৬৬/৭৭৫
💚
৬.রুকু করার দলিল ও দোয়া:
হা:নং৭৮৪/৭৮৫/৭৮৯/৭৯০/৭৮৯/৭৯৪/৭৯৫
💚
৭.রুকু হতে দাড়ানো ও পাঠিত দোয়ার দলিল:
হা:নং:৭৮৯
💚
৮.সিজদা করার দলিল ও দোয়া:
হা:নং:৭৮৬/৭৮৭/৭৮৯/৮১৭
💚
৯.দুই সিজদার মাঝের বসার দলিল:
হা:নং:৮১৮
💚
১০.সিজদা থেকে উঠে দাড়ানো(কওমা) ও তাকবীর বলার দলিল:
হা:নং:৭৮৯/৮০৩/৮২৫
💚
১১.নামাজে রফালিয়াদিনের দলিল:
হা:নং:৭৩৫/৭৩৬/৭৩৭/৭৩৮/৭৩৯
💚
১২.দুই সিজদার পরে সরাসরি না উঠে অল্প সময় বসা অতর্থাৎ জলসায়ে ইস্তেততার করার দলিল:
হা:নং:৮২৩/৮২৪/৮০২
💚
১৩.সিজদা থেকে পুনরায় হাত বাধা অবস্থায় ফিরে জেতে মাটি থেকে ওঠার পদ্ধতির দলিল:
হা:নং:৮২৪
💚
১৪.সিজদায় পাদ্বয় ও হাত রাখার পদ্ধতির দলিল:
হা:নং:৮০৭/৮২৮
💚
১৫.তাশাউদ পাঠের দলিল ও বসার নিয়ম:
হা:নং:৮২৭
💚
১৬.সালাম ফেরানোর পূর্বে বিভিন্ন দোয়া সমুহের দলিল:
হা:নং:৮৩২/৮৩৩/৮৩৪
💚
১৭.সালাম ফেরানোর দলিল:
হা:নং:৮৩৮/বিস্তারিত ব্যাবহৃত রেফারেন্স গুলোতে

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   এক রাকাত বিতর সালাত বা নামাজের দলিল , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *