মসজিদে প্রবেশ করলেই দুই রাকআত সালাত ( তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ ) , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ

সালাত নামাজ আল্লাহ মোহাম্মদ(স) ভ্রান্ত ভুল জাল মিথ্যা মিথ্যাচার জয়ীফ যয়ীফ দূর্বল হাদিস সহীহ দলিল রেফারেন্স রাকাত বুখারি মুসলিম বিতর রফালিয়াদিন আমিন সশব্দে সরবে মসজিদ আউয়াল ওয়াক্ত জামাত পাচ রাফুল ইয়াদাইন মানসুখ আট তারাবি রোজা সিয়াম
মসজিদে প্রবেশ করলেই দুই রাকআত সালাত ( তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ ) , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সালাতটি এত গুরুত্বপূর্ণ একটি সালাত অথচ অধিকাংশ মুসলিম-ই এই সালাত থেকে একেবারে গাফেল। তাহিয়্যাহ অর্থ হচ্ছে ‘উপঢৌকন বা তোহফা’। দুখুলু বা দাখিল অর্থ হচ্ছে ‘প্রবেশ করা’। অর্থাৎ মসজিদে প্রবেশ করলেই মসজিদের আদব স্বরূপ ২ রাকআত সালাত আদায় করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদ আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না। এটি বেআদবি। আল্লাহর ঘরে প্রবেশ করেই উপঢৌকন স্বরূপ আল্লাহর নিকট ২ রাকআত সালাত পেশ করতে হবে।
জামাত শুরু হতে আরো ৪/৫ মিনিট বাকি থাকা সত্বেও আমরা অনেকেই মসজিদে ঢুকে জামাতের জন্য অপেক্ষা করি। অথচ তখন কমপক্ষে দুই রাকাত নামাজ খুব সহজে পড়তে পারি। যার ফজিলত অনেক বেশি। কিন্তু আমরা তা করিনা। আবার অনেক মসজিদে জামাতের শুরুর পূর্বে কোনো নামাজ না পড়ার জন্য লাল বাতি জ্বালানো হয়। যা মোটেও ঠিক নয়।
 
আসুন জেনে নিই, হাদিসের আলোকে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজের ফজিলত সম্পর্কে,
 
আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহ.) …. আবূ কাতাদা সালামী (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করে নেয়। (বুখারী ইঃ ফাঃ ৪৩১)
আবূ নু’মান (রহ.) … জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোনো এক) জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কী সালাত (নামায/নামাজ) আদায় করেছ? সে বলল, না; তিনি বললেন, উঠ, সালাত আদায় করে নাও। (বুখারী ইঃ ফাঃ ৮৮৩)
আবূ কাতাদা ইবনু রিব’আ আনসারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাকাত সালাত (নামায/নামাজ) (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না। (বুখারীঃ ইঃফাঃ ১০৯৪)
আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব, কুতায়বা ইবনু সাঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহ.) … আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দু’রাকাত সালাত আদায় করবে। (মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭)
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহ.) … আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে দু-রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দু-রাকাত সালাত আদায়ের আগে বসবে না। (মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭)
মসজিদে গিয়ে ২ রাকাত সলাত (নামাজ) আদায় না করেই বসা কিয়ামতের আলামতঃ 
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন,
রাসুল (সাঃ) বলেছেন, কিয়ামতের লক্ষণ হচ্ছে মানুষ মসজিদে প্রবেশ করবে কিন্তু তাহিয়াতুল মসজিদ ২ রাকাত সলাত আদায় করবে না। (সিলসিলাহ সহিহাহ-৬৪৯)
কিয়ামতের এই আলামতটা প্রায় ১০০ ভাগ সত্য হয়ে গেছে । মানুষ মসজিদে গিয়ে সলাত আদায় না করেই বসে পরে । অথচ জুমার খুতবার সময় এমনকি নিষিদ্ধ সময় যখন নফল সলাত আদায় করা নিষিদ্ধ (ফজর সলাত আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত এবং আসর সলাত আদায় করে সূর্য ডোবার আগ পর্যন্ত) তখনো মসজিদে প্রবেশ করলে এই সলাত আদায় করতে হবে অর্থাৎ যে সময়েই মসজিদে প্রবেশ করবে তখনই তাহিয়াতুল মসজিদ ২ রাকাত সলাত আদায় করতে হবে । এই সলাত আদায়ে কোন বিষয়ে কোন বাধা শরীয়তে নেই। যেমনটা বুখারির হাদিসে বর্ণিত হয়েছে-
জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত।
কোন এক জুমার দিন রাসূল (সাঃ) লোকদের সামনে খুৎবা দিচ্ছিলেন । এমন সময় এক ব্যক্তি এসে খুৎবা শোনার জন্য বসলেন। রাসূল (সাঃ) খুৎবা থামিয়ে ঐ ব্যক্তিকে জিঙ্গেস করলেন, সালাত আদায় করেছ? ঐ ব্যক্তি বলল না। তখন রাসূল (সাঃ) বললেন উঠ দু রাকাত সালাত আদায় করে নাও। (সহীহ বুখারী, কিতাবুল জুমাহ, হাদিস নং ৯৩০)
এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দু রাকাত তাহিয়াতুল মসজিদ সালাতের গুরুত্ব কতটুকু। অথচ বেশির ভাগ মসজিদ গুলোতে খুৎবা চলাকালীন সময়ে লালবাতি জ্বালিয়ে রাখা হয় যা রাসুল (সাঃ) এর হাদিসের সাথে বেয়াদবি ছাড়া আর কিছুই নয়।
 
এই সলাত আদায়ে কয়েকটা অবস্থা হতে পারে-
 
১- মসজিদে গিয়ে যদি দেখেন জামাত শুরু হতে দেরি আছে তবে দু রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে বসবেন। আর ঐ ওয়াক্তে যদি ফরয সলাতের পূর্বে সুন্নত সলাত থাকে যেমন যোহরের ফরয সলাতের পূর্বে ৪ রাকাত সুন্নত সলাত রয়েছে তাহলে সেক্ষেত্রে সরাসরি সুন্নত সলাত আদায় করেও বসতে পারেন। তাহিয়াতুল মসজিদ সালাতের মুল বিষয় হচ্ছে আপনি মসজিদে গিয়ে সলাত আদায় না করে সরাসরি বসতে পারবেন না, আপনাকে অবশ্যই বসতে গেলে আগে সলাত আদায় করতে হবে, এটা মসজিদের আদব, তাই সুন্নত সলাত পরেও যদি বসেন তাহলে মসজিদের আদব তো হয়েই গেলো । আবার ইচ্ছা করলে দু রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করেও সুন্নত সলাত আদায় করতে পারেন।
 
২- মসজিদে গিয়ে যদি দেখেন এক বা আধা মিনিট সময় রয়েছে জামাত শুরু হওয়ার সেক্ষেত্রে দু রাকাত তাহিয়াতুল মসজিদের সলাত শুরু না করে দাড়িয়ে থাকবেন। যাতে সঠিক সময়ে জামাতে শরীক হতে পারেন, অবশ্যই বসবেন না, দাড়িয়ে থাকবেন ।
কেননা সলাত আদায় না করে বসাতে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
 
৩- মসজিদে গিয়ে যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে তাহলে তো সেই জামাতেই শরীক হবেন, তারপর সলাত শেষে বসতে তো কোন সমস্যা নেই । কেননা আপনি এসে আগে সলাত আদায় করেছেন তারপর বসেছেন।
অর্থাৎ তাহিয়াতুল মসজিদ সালাতের মুল বিষয় হচ্ছে আগে সলাত আদায় করতে হবে তারপর বসতে হবে, সলাত আদায় না করে বসা নিষেধ ।
 

আসুন আরো কিছু হাদিস জেনে নিই মসজিদে ঢুকে দুই রাকাতের নামাজের ফজিলত সম্পর্কে-

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   "বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল", সমাজে প্রচলিত বা জনপ্রিয় এই ইসলামিক গান/সঙ্গীত বা গজল বা নাশিদ এর মধ্যে ভুল-ভ্রান্তি বা মিথ্যাচার

আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহ.) …. আবূ কাতাদা সালামী (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায় করে নেয়। (বুখারী ইঃ ফাঃ ৪৩১)

আবূ নু’মান (রহ.) … জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোনো এক) জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কী সালাত (নামায/নামাজ) আদায় করেছ? সে বলল, না; তিনি বললেন, উঠ, সালাত আদায় করে নাও। (বুখারী ইঃ ফাঃ ৮৮৩)

আবূ কাতাদা ইবনু রিব’আ আনসারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাকাত সালাত (নামায/নামাজ) (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না। (বুখারীঃ ইঃফাঃ ১০৯৪)

আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব, কুতায়বা ইবনু সাঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহ.) … আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দু’রাকাত সালাত আদায় করবে। (মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭)

আবূ বকর ইবনু আবূ শায়বা (রহ.) … আবূ কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে দু-রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দু-রাকাত সালাত আদায়ের আগে বসবে না। (মুসলিমঃ ইঃফাঃ ১৫২৭)

MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

One Comment on “মসজিদে প্রবেশ করলেই দুই রাকআত সালাত ( তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ ) , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ”

  1. আজানের পূর্বে মসজিদে প্রবেশ করলে কোনো সওয়াব পাওয়া যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *