শিরক

কুরআন বিষয়ভিত্তিক আয়াত মাজিদ শরিফ কারিম
শিরক

[Reference Format: সূরা নম্বর : আয়াত নম্বর]

* আল্লাহ ব্যাতিত অন্য কাউকে রব বা ইলাহ বানানো- ১৭,২২/৩;৬৪/২১;২৯/৭৯;২৩,২৪

* কামনা বাসনা বা নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া – ২৫;৪৩,৪৪/৪৫;২৩/৫৩;২৩/২৮;৫০/৫;৪৮/৪৭;১৬/১০;৩৬

* শাষক,নেতা,পীর,আলেম,নবী বা ফেরেশতাদেরকে রব বানানো – ৯;৩১/৩;৮০

* আইনদাতা,তাগুত বা শয়তানকে রব বানানো – ৪;৬০,৬৫/৪২;২১/৩৬;৬০,৬১

* বাপ,দাদা ও পূর্ব পুরুষদের অনুশরনের মাধ্যমে পথভ্রষ্টতা ৭;১৭৩/৫;১০৪/৩১;২১/২;১৭০/৪৩;২৪/২৩;৩৪/২৬;৭৮

* আল্লাহর আঈন বাদে অন্য আঈন মানা – ৫;৫০/২৮;৭০/১২;৪০/৪২;২১/১৩;৪১/৭;৫৪

* ইলমে গায়েব বা ভবিষ্যত কেউ যানে বলে বিশ্বাস করা – ২৭;৬৫/৭;১৮৮/৬;৫৯/৪৬;৯/৭২;২৬/১১;১২৩/৪৯;১৮/৩১;৩৪

* পীর বা কবর বাসীকে ডাকা ও ওয়াসিলাহ করা – ২;১৮৬/১০;১০৬/৩৫;১৩,১৪/৪৬;৫,৬/২৬;২১৩/৭;১৯৪

* আল্লাহ ব্যাতিত অন্য কারো সার্বভৌমত্বকে স্বীকার করা বা মেনে নেওয়া ২৫;২/৫;১৭,১৮,৪০/৩;২৬,১৮৯/৬৭;১/৩৯;৪৪

* আল্লাহ ব্যতিত অন্য কারো হালাল হারাম করার ক্ষমতা আছে বলে মেনে নেওয়া – ১৬;১১৬/১২;৪০/৫;৫০

* তাবিজ কবজ ব্যবহার করা ২৬;৭৯,৮০/১০;১০৭/৩৯;৩৮

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   শিরক বা শির্ক বিষয়ক আয়াত
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *