সমাজে প্রচলিত কিছু মারাত্মক ভুল জেনে নিই ।

মারাত্নক ভুল
পর্ব ১ঃ

সমাজে প্রচলিত কিছু মারাত্নক ভুল এর তালিকাঃ

● কেউ একজন আমাকে একটা কথা বলে অনুরোধ করল কাউকে না বলার জন্য। কাউকে না বলার শর্তে কথাটা জেনে নিয়ে আমি সেটা আরেকজনকে বলে দিলাম। এটা হল আমানতের খিয়ানত, সুস্পষ্ট মুনাফেকি। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিক দিয়ে নয়।
[সূরা নিসাঃ ১৪৫, বুখারীঃ ৩৩]
.
● আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিঝিল চলে এসেছি। এটাও মুনাফেকি।
[সূরা নিসাঃ ১৪৫; বুখারীঃ ৩৩, ইবনে হিব্বান ৪১৮৭]
.
● কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য। চাকরি দিলাম। আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি? রাসূলাল্লাহ ﷺ বলেছেন- এই জাতীয় কথা বলার (অর্থাৎ দান করে খোঁটা দেয়া) পরিণাম জাহান্নাম।
[সূরা বাকারা ২৬৪, মিশকাত ২৭৯৫, আবূ দাঊদ ৪০৮৭, নাসাঈ ২৫৬৩,]
.
● রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন। মেয়েটা ইসলামি পোশাক পড়া না থাকলে উভয়েই যিনাকারী।
[সূরা নূরঃ ৩০-৩১, বুখারী ৬২৪৩, মুসলিম ৬৫১২]
.
● আপনি জীবিত এবং সুস্থ্য থাকা অবস্থায় আপনার স্ত্রী বাজার করে অথবা বেপর্দায় ঘুরে। তাহলে আপনি হলেন দাইয়ূস। এমন পুরুষের অবস্থান সরাসরি জাহান্নামে।
[মুসনাদে আহমাদ, ৫৮৩৯ ও সহিহুল জামে, ৩০৫২]
.
● সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি। সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না। এই সন্তান তার বাবার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে জান্নাতে চলে যেতে পারে। বাবা আটকে যাবে।
[আবূ দাউদ ৪৯৫, মুসনাদে আহমাদ ৬৬৮৯]
.
● আপনার (পুরুষের) পোশাক পায়ের টাখনুর নীচে থাকে। বিনা বিচারে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখেন।
[আবূ দাঊদ ৪০৮৭, নাসাঈ ২৫৬৩]
.
● কারও হক্ব নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন। যদি আখিরাতে বাঁচতে চান তবে যার টাকা বা হক্ব তাকে ফেরত দিন। নাহলে আখিরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে।
[ইবনু মাজাহ, হাদিসে কুদসি ১৪২, মিশকাত ৩৭৫৩]
.
● বয়স ছিলো, ক্ষমতাও ছিলো। রিক্সাওয়ালাকে বা কাজের লোককে একটা চড় মেরেছিলেন। এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন। নাহলে কিয়ামতের দিন সে আপনার আমলনামা ধরে টান দিবেই।
[সূরা আরাফ ৪৪, সূরা শুরা ৪২-৪৩, হাদিসে কুদসি ১৪২, তিরমিযী ২৪১৮]

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   ফেরেস্তা বিষয়ক আয়াত
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *