হিন্দু তথা সনাতন ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা বিষয়ে কি বলা আছে

হিন্দু ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা
হিন্দু তথা সনাতন ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা বিষয়ে কি বলা আছে

বেদের আলোকে শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। বরং তা চিন্তায়,আচরনে এবং সর্বক্ষেত্রে বিনম্রতা বজায় রাখাই শালীনতা বলা হয়েছে ।

পোশাকের শালীনতা বজায় রাখার দায়িত্ব পুরুষ ও নারী উভয়েরই। আসুন বেদ থেকেই কিছু বেদ মন্ত্র দেখা যাকঃ

(১) ঋগ্বেদ মন্ডল নং- ৮ সুক্ত নং- ৩৩ মন্ত্র নং -১৯
অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃষান্তস্ত্রী হি ব্রহ্মা বভুবিথ।।
অনুবাদ:
হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত,নগ্নতা হোক পরিত্যাজ্য। (ঋগ্বেদ ৮.৩৩.১৯)

অশ্লীল কথা না বলা, শোনা বা দেখা নিয়ে বেদ এর উপদেশ

(২) ঋগ্বেদ মন্ডল নং- ১ সুক্ত নং- ৮৯ মন্ত্র নং -৮
ওঁ ভদ্রং কর্ণেভি শৃনুয়াম দেবা ভদ্রং
পশ্যেমাক্ষ ভির্যজত্রাঃ।
স্থিরৈরঙ্গৈস্তুস্টুবাংসস্তনুভির্ব্যশেম দেবহিতং যদায়ু।।
অনুবাদ :
হে ঈশ্বর, আমরা যেন তোমার ভজন করি, কান দিয়ে শ্লীল ও মঙ্গলময় কথাবার্তা শুনি, চোখ দিয়ে শ্লীল ও মঙ্গলময় দৃশ্য দেখি। তোমার আরাধনাতে যে আয়ুস্কাল ও সুদৃঢ় দেহ প্রয়োজন তা যেন আমরা প্রাপ্ত হই। (ঋগ্বেদ ১.৮৯.৮)

শেষকথাঃ
বেদের আলোকে শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। বরং বাক্যে বা কর্মেও শালীনতা বা পর্দার কথা বলা হয়েছে আরো কঠিন ও জোরালো ভাবে।

 

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   আমাজন রেইন ফরেস্টে মুসলিম উপজাতি। জানুন সুরিনামে বসবাসরত মুসলিমদের অজানা তথ্য। Suriname in Bangla
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *