হিন্দু তথা সনাতন ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা বিষয়ে কি বলা আছে

হিন্দু ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা
হিন্দু তথা সনাতন ধর্মে পুরুষ ও নারীর পোশাকের শালীনতা বা পর্দা বিষয়ে কি বলা আছে

বেদের আলোকে শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। বরং তা চিন্তায়,আচরনে এবং সর্বক্ষেত্রে বিনম্রতা বজায় রাখাই শালীনতা বলা হয়েছে ।

পোশাকের শালীনতা বজায় রাখার দায়িত্ব পুরুষ ও নারী উভয়েরই। আসুন বেদ থেকেই কিছু বেদ মন্ত্র দেখা যাকঃ

(১) ঋগ্বেদ মন্ডল নং- ৮ সুক্ত নং- ৩৩ মন্ত্র নং -১৯
অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃষান্তস্ত্রী হি ব্রহ্মা বভুবিথ।।
অনুবাদ:
হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত,নগ্নতা হোক পরিত্যাজ্য। (ঋগ্বেদ ৮.৩৩.১৯)

অশ্লীল কথা না বলা, শোনা বা দেখা নিয়ে বেদ এর উপদেশ

(২) ঋগ্বেদ মন্ডল নং- ১ সুক্ত নং- ৮৯ মন্ত্র নং -৮
ওঁ ভদ্রং কর্ণেভি শৃনুয়াম দেবা ভদ্রং
পশ্যেমাক্ষ ভির্যজত্রাঃ।
স্থিরৈরঙ্গৈস্তুস্টুবাংসস্তনুভির্ব্যশেম দেবহিতং যদায়ু।।
অনুবাদ :
হে ঈশ্বর, আমরা যেন তোমার ভজন করি, কান দিয়ে শ্লীল ও মঙ্গলময় কথাবার্তা শুনি, চোখ দিয়ে শ্লীল ও মঙ্গলময় দৃশ্য দেখি। তোমার আরাধনাতে যে আয়ুস্কাল ও সুদৃঢ় দেহ প্রয়োজন তা যেন আমরা প্রাপ্ত হই। (ঋগ্বেদ ১.৮৯.৮)

শেষকথাঃ
বেদের আলোকে শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। বরং বাক্যে বা কর্মেও শালীনতা বা পর্দার কথা বলা হয়েছে আরো কঠিন ও জোরালো ভাবে।

 

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   "হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গাইরুল্লাহ", সমাজে প্রচলিত বা জনপ্রিয় এই ইসলামিক গান/সঙ্গীত বা গজল বা নাশিদ এর মধ্যে ভুল-ভ্রান্তি বা মিথ্যাচার
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *