Muslim Point কি ?
muslimpoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর,গ্রন্থাগার ও ব্লগিং প্ল্যাটফর্ম । এখানে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকেউ ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব এর উপর যেকোন প্রশ্ন করতে পারে এবং কুরআন ও সুন্নাহ এর রেফারেন্স ভিত্তিক উত্তর পেতে পারে । এছাড়া যেহুতু muslimpoint.org তে আছে সুবিশাল অনলাইন লাইব্রেরি বা গ্রন্থাগার তাই যেকেউ সম্পুর্ণ ফ্রি তে দেশি বা বিদেশি ইসলামিক স্কলার দের যেকোন বই যেকোন সময় পড়তে পারে । muslimpoint.org এর আরো একটি বড় সুবিধা হলো এখানে আছে সুবিশাল ব্লোগিং সিস্টেম । যেখানে নিয়মিত ইসলামিক মাসআলা-মাসায়েল সহ ইসলাম ও অন্যান্য ধর্ম (সাদৃশ্য ও বৈসাদৃশ্য)নিয়ে নিয়মিত লেখালেখি সহ নাস্তিকতার বিভিন্ন জবাব দেওয়া হয় । এছাড়া ইসলামিক প্রায় সবকিছুই কভার করা হয়েছে ইং-শা-আল্লাহ । এটা সকলের জন্য উন্মুক্ত । এখানে যেকেউ ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব এর উপর যেকোন প্রশ্ন করতে পারেন এবং যেকেউ লেখা পাঠাতে পারেন ব্লোগিং আকারে প্রকাশ করার জন্য । নিচে লিংক দেওয়া হলো

আমাদের উদ্দেশ্য কি ?
