আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
+1 vote
266 views
in পুরুষ by (143 points)

পুরুষের সতরের সীমা কতটুকু? গোসলের সময় পুরুষরা বুক, পিঠ, পেট খোলা রাখতে পারবে কি?

1 Answer

0 votes
by (1.3k points)

পুরুষের সতর নাভী হতে হাটু পর্যন্ত। তবে ছালাত আদায়কালীন সময়ে তাদের সতরের সীমা হবে দুই কাঁধ ও নাভী হতে হাটু পর্যন্ত (বুখারী, হা/৩৫৯; মুসলিম, হা/৫১৬; মিশকাত, হা/৭৫৫)। অবশ্য গোসলের সময় পুরুষেরা উল্লেখিত অঙ্গ খোলা রাখতে পারে (বুখারী, হা/২৭৮)। তবে পর্দার আড়ালে গোসল করাই উত্তম। ইয়ালা ইবনু মুররা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) খোলা স্থানে এক ব্যক্তিকে গোসল করতে দেখলেন। তিনি এই দৃশ্য দেখে মসজিদের মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারী। তিনি লজ্জা ও পর্দা করাকে ভালবাসেন। অতএব যখন তোমাদের কেউ গোসল করে, তখন সে যেন পর্দা করে’ (আবুদাঊদ, হা/৪০১২; নাসাঈ, হা/৪০৬; মিশকাত, হা/৪৪৭, হাদীছ ছহীহ)। জারহাদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (ছাঃ) (একদিন মসজিদে নববীতে) আমাদের নিকটে বসলেন। এমতাবস্থায় আমার উরু উন্মুক্ত ছিল। তখন তিনি বললেন, ‘জেনে রাখ যে, নিশ্চয় উরু সতরের অন্তর্ভুক্ত’ (আবুদাঊদ, হা/৪০১৪; তিরমিযী, হা/২৭৯৫)। তবে প্রয়োজনে হাঁটু বা উরু প্রকাশ করেও কাজ করতে পারে (বুখারী, হা/৩৭১)।

Related questions

...