আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
+1 vote
45 views
in মাসআলা মাসায়েল by  
যারা ছহীহ হাদীছকে দুর্বল বা জাল হিসাবে প্রচার করে তাদের শাস্তি কী?

1 Answer

+1 vote
by (2.0k points)  
ছহীহ হাদীছকে দুর্বল বা জাল হিসাবে প্রচার করার অর্থই হলো, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি মিথ্যারোপ করা। সুতরাং যারা এমন প্রচারের কাজে নিমজ্জিত তাদের স্থান জাহান্নাম। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয় (ছহীহ মুসলিম, হা/৩)। তবে যদি তদন্ত করার সময় বুঝের কম-বেশির কারণে এমনটি হয়ে যায় তাহলে সে গুনাহগার হবে না।

Related questions

...