রাসূল (সাঃ) নূরের তৈরী এটা হলো কুফরি আকিদা । কুরআন ও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে রাসূল (সাঃ) আমাদের মতো মাটির তৈরী মানুষ শুধু পার্থক্য হলো তার কাছে ওহী আসে । যেহুতু কুরআন ও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে রাসূল (সাঃ) আমাদের মতো মাটির তৈরী মানুষ যে তাই কেউ যদি বলে যে রাসূল (সাঃ) নূরের তৈরী তাহলে সে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কুরআন এর আয়াত ও সহিহ হাদিস অস্বীকার করলো । আর এজন্য সে কুফুরি করলো ।