রামাযান মাসে যাকাত আদায়ের বিশেষ কোন ফযীলত নেই। যাকাত যখন ফরয হবে তখনই আদায় করা ওয়াজিব। তবে রামাযানের নিকটবর্তী মাসে যাকাত ফরয হ’লে ফযীলতের দিকে লক্ষ্য রেখে রামাযান মাসে আদায় করা যেতে পারে (ফাতাওয়া আরকানিল ইসলাম, মাসআলা-৩৮৮, পৃঃ ৪৪৪; নববী, আল-মাজমূ‘ ৫/৩০৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/৩৯৮)। আর রামাযানে কারো যাকাত ফরয হ’লে এটা তার জন্য কল্যাণকর। যেমন ওছমান (রাঃ) বলেন, এটি (রামাযান) যাকাতের মাস। অতএব যদি কারো উপর ঋণ থাকে, সে যেন প্রথমে ঋণ শোধ করে। এরপর অবশিষ্ট সম্পদ নিছাব পরিমাণ হ’লে সে যেন তার যাকাত আদায় করে (ইবনু আবী শায়বাহ হা/১০৫৫৫; ইরওয়া হা/৮৫০, ৭৮৯, সনদ ছহীহ)।