আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
142 views
in সালাত by

1 Answer

0 votes
by (2.0k points)

সামনে ফাঁকা থাকলে কাতারের পিছনে একাকী দাঁড়ানো যাবে না। কেননা একাকী ছালাত আদায়ের কারণে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে পুনরায় ছালাত আদায় করতে বলেন। ওয়াবিছা ইবনু মা‘বাদ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, رَأَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُّعِيْدَ الصَّلَاةَ ‘একদা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী ছালাত আদায় করতে দেখলেন। তিনি তাকে ছালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন’ (মুসনাদে আহমাদ, হা/১৮০৩৪; তিরমিযী, হা/২৩১; আবু দাঊদ, হা/৬৮২, সনদ ছহীহ)। তবে সামনের কাতারে জায়গা না থাকলে বাধ্যগত অবস্থায় পিছনে একাকী দাঁড়ানো জায়েয (বিস্তারিত আলোচনা দ্র : ইরওয়াউল গালীল, হা/৫৪১)। উল্লেখ্য, সামনের কাতরা থেকে একজনকে পিছনে টেনে নিয়ে কাতার করার হাদীছটি যঈফ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৪৯৯২; ইরওয়াউল গালীল, হা/৫৪১-এর আলোচনা দ্র:)।

Related questions

...