না, যাবে না। কেননা এটি মহান আল্লাহর পক্ষ হতে নাযিলকৃত অতীব সম্মানিত আল্লাহর কালাম, যার অসম্মান করা জঘন্যতম অপরাধ। আর এতে কুরআন মাজীদের অবমাননা হয়। কারণ এতে আয়াত ও শব্দের যে কোনো স্থানে থামিয়ে দেওয়া হতে পারে। পবিত্র-অপবিত্র যে কোনো স্থানে এবং আগ্রহী-অনাগ্রহী যে কোনো ব্যক্তির কাছে তেলাওয়াত হতে পারে, যা অনুচিত (ছহীহ বুখারী, হা/৬৩৩৭; মিশকাত, হা/২৫২) এবং কুরআনের জন্য অসম্মানজনক। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন, যা ছিল সুরক্ষিত কিতাবে, পূত-পবিত্রগণ ব্যতীত যাতে কেউ স্পর্শ করে না, যা বিশ্বপ্রতিপালকের নিকট হতে অবতীর্ণ’ (আল-ওয়াক্বিআ, ৫৬/৭৭-৮০)।