আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
100 views
in মাসআলা মাসায়েল by
কুরআন মাজীদের আয়াতকে মোবাইলের রিংটোন হিসাবে  ব্যবহার করা যাবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

না, যাবে না। কেননা এটি মহান আল্লাহর পক্ষ হতে নাযিলকৃত অতীব সম্মানিত আল্লাহর কালাম, যার অসম্মান করা জঘন্যতম অপরাধ। আর এতে কুরআন মাজীদের অবমাননা হয়। কারণ এতে আয়াত ও শব্দের যে কোনো স্থানে থামিয়ে দেওয়া হতে পারে। পবিত্র-অপবিত্র যে কোনো স্থানে এবং আগ্রহী-অনাগ্রহী যে কোনো ব্যক্তির কাছে তেলাওয়াত হতে পারে, যা অনুচিত (ছহীহ বুখারী, হা/৬৩৩৭; মিশকাত, হা/২৫২) এবং কুরআনের জন্য অসম্মানজনক। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই এটি সম্মানিত কুরআন, যা ছিল সুরক্ষিত কিতাবে, পূত-পবিত্রগণ ব্যতীত যাতে কেউ স্পর্শ করে না, যা বিশ্বপ্রতিপালকের নিকট হতে অবতীর্ণ’ (আল-ওয়াক্বিআ, ৫৬/৭৭-৮০)।

Related questions

...