আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
100 views
in হাদিস,ফিকহ ও এর নানা শাস্ত্র by
কোন নবমুসলিম ব্যক্তি মুসলিম হওয়ার পূর্বে যে সকল ভালো কাজ করেছে পরকালে কি সে তার নেকী পাবে?

1 Answer

0 votes
by (2.0k points)

অমুসলিম অবস্থায় কেউ যদি দান-খয়রাত, দাস মুক্তকরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাসহ সামাজিক কোনো সৎকর্ম করে, তাহলে ইসলাম গ্রহণ করার পর তার নেকী সে পাবে। উরওয়া ইবনুয যুবায়র বলেন, হাকীম ইবনু হেযাম (রাযিয়াল্লাহু আনহু) বললেন, হে আল্লাহর রাসূল! আমি জাহিলী যুগে যে সকল ভালো কাজ করেছিলাম যেমন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দাস আযাদ করা এবং দান-ছাদাক্বা করা- এ সবের ব্যাপারে আপনার কী মনে হয়? আমি কি এগুলোর ছওয়াব পাব? তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘পূর্বে তুমি যে সকল সৎকর্ম করেছ, তার সবকিছু নিয়েই তুমি ইসলাম গ্রহণ করেছ’ (ছহীহ বুখারী, হা/২২২০; ছহীহ মুসলিম, হা/১২৩)। অন্য বর্ণনায় আছে, জাহিলী যুগে তিনি ১০০ জন দাস আযাদ করেছিলেন এবং ১০০ লোককে ব্যবহারের জন্য বাহন দান করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৫৩৮)।

Related questions

...