আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
89 views
in আল-কুরআন ও তার বিভিন্ন জ্ঞান-শাস্ত্র by
কাফেরদের অন্যায়/পাপ অনুযায়ী কি তাদের জন্য জাহান্নামের স্তর ভিন্ন হবে?

1 Answer

0 votes
by (2.0k points)

ঈমানদারগণ যদি পাপের কারণে জাহান্নামে যায়, তাহলে সে তার অপরাধ অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করার পর জাহান্নাম হতে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। তবে কাফেরেরা চিরস্থায়ী জাহান্নামী। তারা কখনো তা থেকে মুক্তি লাভ করবে না। মুমিনদের মতো তাদেরও পাপ অনুযায়ী জাহান্নামের শাস্তিও কম-বেশি ও প্রকার ভিন্ন ভিন্ন হবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (চিরস্থায়ী) জাহান্নামীদের মধ্য হতে সবচেয়ে হালকা শাস্তি হবে আবূ তালেবের। তাকে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এ দুটি জুতার কারণে তার মগজ পর্যন্ত উথলাতে থাকবে (ছহীহ মুসলিম, হা/২১২; মিশকাত, হা/৫৬৬৮)। আবূ তালেব কাফের ছিল আর তার শাস্তি সবচেয়ে কম হবে মর্মে ছহীহ রেওয়ায়েত বর্ণিত হয়েছে। সুতরাং উক্ত হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, কাফেরদের শাস্তিও কম-বেশি হবে।

Related questions

...