আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
71 views
in হাদিস,ফিকহ ও এর নানা শাস্ত্র by
edited by
হুসাইনের হত্যার ব্যাপারে দায়ী কে? ইয়াযীদ, না-কি সীমার?

1 Answer

0 votes
by (2.0k points)

অনেকেই হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)- এর হত্যার ব্যাপারে খলীফা ইয়াযীদকে দায়ী করে থাকেন। কিন্তু খলীফা ইয়াযীদের শাসনামলে ৬১ হিজরীর ১০ মুহাররম ইরাকের কারবালা নামক স্থানে হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-কে হত্যা করা হলেও তার হত্যার ব্যাপারে ইয়াযীদ দায়ী ছিলেন না। এমর্মে শায়খুল ইসলাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে, নিশ্চয় ইয়াযীদ বিন মুয়াবিয়া হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-কে হত্যার নির্দেশ দেননি। তিনি ওবাইদুল্লাহ বিন যিয়াদকে কেবল ইরাক দখল করা হতে বাধা প্রদানের নির্দেশ দিয়েছিলেন’ (মাজমূউ ফাতাওয়া ৩/৪১১ পৃ.)। তিনি আরো বলেন, ‘হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর স্ত্রী-পুত্রগণ যখন ইয়াযীদের নিকট পৌঁছলেন, তখন তিনি তাদের অনেক সম্মান করেছেন এবং নিরাপত্তার সাথে তাদেরকে পুনরায় মদীনায় পৌঁছে দিয়েছেন’ (প্রাগুক্ত)। ইতিহাসগ্রন্থ পর্যালোচনা করলে দেখা যায় যে, হুসাইন (রাযিয়াল্লাহু আনহু)-এর হত্যার ব্যাপারে প্রকৃত দোষী দুইজন। ওবায়দুল্লাহ বিন যিয়াদ ও সীমার। কারণ কূফাবাসীর বায়‘আত গ্রহণের আমন্ত্রণে সাড়া দিয়ে যখন তিনি তথায় আগমন করেন এবং তার সাথে বেঈমানী করত তারা তাঁকে হত্যা করতে উদ্দত হয়, তখন ওবায়দুল্লাহ বিন যিয়াদ কূফার গভর্নর ছিল এবং সে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিল। আর সীমার সরাসরি হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিল (আল-বিদায়া ওয়ান নিহায়া ৮/২১৪ পৃ.)। উল্লেখ্য যে, হুসাইনের শাহাদাত বরণের সাথে আশুরায়ে মুহাররমের দূরতম কোন সর্ম্পক নেই (ইবনু হাজার আসক্বালানী, দারুল ইছাবা, ১/৩৩১ পৃ.)।

Related questions

...