আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
175 views
in মাসআলা মাসায়েল by
ফরেক্স ব্যবসা ইসলামের দৃষ্টিতে শরী‘আতসম্মত হবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

আমাদের জানা মতে, ফরেক্স ব্যবসা হ’ল বিভিন্ন দেশের মূদ্রা বেচাকেনার ব্যবসা। বিভিন্ন দেশের মুদ্রার মূল্যের মধ্যে প্রতিনিয়ত কমবেশী হয়। তাই লভ্যাংশের ভিত্তিতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা জায়েয। তবে এটি নগদে হ’তে হবে (শায়খ বিন বায. মাজমূ‘ ফাতাওয়া ১৯/১৭১-১৭৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, গমের বদলে গম, লেনদেন (কম-বেশী না করে) একই রকম সমপরিমাণ ও নগদে হ’তে হবে। যখন ঐ বস্ত্তগুলির মধ্যে ভিন্নতা থাকবে তখন নগদে তোমরা ইচ্ছানুযায়ী ক্রয়-বিক্রয় কর’ (মুসলিম, মিশকাত হা/২৮০৮ ‘সুদের বর্ণনা’ অনুচ্ছেদ)। তবে খেয়াল রাখতে হবে, যেন উক্ত ব্যবসার জন্য খোলা একাউন্টে কোন সূদের মিশ্রণ না থাকে। আর যদি এতে কোন প্রতারণা থেকে থাকে, তবে এ থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম, মিশকাত হা/২৮৬০)। আর অস্পষ্টতা থাকলে তাও বাতিল। রাসূল (ছাঃ) বলেন, ‘তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও’ (তিরমিযী, মিশকাত হা/২৭৭৩)

Related questions

...