সাহু সিজদা দিতে ভুলে গেলে ছালাত বাতিল হয় না। তাই সালাম ফেরানোর অল্প সময়ের মধ্যে স্মরণ হলে দুটি সিজদা দিয়ে নিতে হবে। যদি দীর্ঘ সময় পার হওয়ার পরেও স্মরণ হয় তবুও সাহু সিজদা দিয়ে নেওয়া ভালো (ছহীহ বুখারী, হা/১২২৯; ছহীহ মুসলিম, হা/৫৭৩)। তবে না দিলেও ছালাতের ক্ষতি হবে না (আল মুগনী, ১/৩৮৫)।