আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
205 views
in আল-কুরআন ও তার বিভিন্ন জ্ঞান-শাস্ত্র by
‘খাতামুন নাবীয়্যিন’ বলা হয়েছে, কিন্তু ‘খাতামুর রাসূল’ বলা হয়নি কেন? তাহলে কি রাসূলের আগমন চলমান?

1 Answer

0 votes
by (2.0k points)

না, রাসূলের আগমন চলমান নেই। বরং মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমনের মধ্য দিয়ে নবুঅত ও রিসালাত উভয়ের সমাপ্তি ঘটেছে। কেননা তিনিই ছিলেন সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল। কেননা নবী হওয়া ছাড়া রাসূল হওয়া যায় না। এই জন্য প্রত্যেক রাসূলই নবী ছিলেন। কিন্তু সব নবী রাসূল ছিলেন না। যেহেতু কোনো নবী আসবেন না, সেহেতু স্বভাবতই কোনো রাসূলও আর আসবেন না। মহান আল্লাহ বলেন, ‘মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী’ (আল-আহযাব, ৩৩/৪০)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আমার পরে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকেই নিজেকে ‘আল্লাহর নবী’ বলে দাবী করবে। অথচ আমিই শেষ নবী। আমার পরে কোনো নবী নেই’ (আবূ দাঊদ, হা/৪২৫২; মিশকাত, হা/৫৪০৬)।

Related questions

...