আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
93 views
in মাসআলা মাসায়েল by
মসজিদে জামাআতকে অনুসরণ করে মহিলারা বাড়িতে সালাত আদায় করতে পারবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

মহিলারা জামাআতে শরীক হতে চাইলে মসজিদে তাদের জন্য ছালাতের ব্যবস্থা করতে হবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিয়ো না (ছহীহ বুখারী, হা/৯০০; মুসলিম, হা/৪৪২)|

তবে মসজিদে ব্যবস্থা না থাকলে তারা বাড়ি থেকেও মসজিদের ইমামের অনুসরণ করে জামাআতে অংশগ্রহণ করতে পারে। তবে অবশ্যই তাদেরকে ইমামের ডানে, বামে, উপর অথবা পিছন হতে ইক্বতিদা করতে হবে। কোনো অবস্থাতেই আগে যেতে পারবে না। দূর থেকে ইমামের অনুসরণ করা যায় মর্মে ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) একটি অধ্যায় রচনা করে বলেছেন, ‘যখন ইমাম এবং জাতির মাঝে দেওয়াল বা সুতরা থাকবে’। হাসান (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তোমার ও মুক্তাদির মাঝে নদী থাকলেও সমস্যা নেই’। আবূ মিজলায (রাহিমাহুল্লাহ) বলেন, মুক্তাদি যদি ইমামের তাকবীর শুনতে পায় তাহলে সে তার অনুসরণ করতে পারবে যদিও তাদের মাঝে রাস্তা বা দেওয়াল থাকে’ (ছহীহ বুখারী, অধ্যায় নং-৮০)| আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে তার কক্ষে ছালাত আদায় করছিলেন। ঘরের দরজাটি ছোট ছিল যার ফলে মানুষরা তাঁর শরীর দেখতে পেতেন। তখন তারা (দেওয়ালের পেছন থেকেই) তাঁর সাথে ছালাত আদায় করতে আরম্ভ করেন… (ছহীহ বুখারী, হা/৭২৯)|

Related questions

...