আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
75 views
in মাসআলা মাসায়েল by
ঘটকালিকে ব্যাবসা বৈধ হবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

ঘটকালি করা বৈধ। কারণ এতে মানুষের উপকার ও সহযোগিতা করা হয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো’ (আল-মায়েদা, ৫/২)। কাজেই এটা ব্যাবসা হিসাবে গ্রহণ করায় কোন দোষ নেই। তবে এতে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং কোনো পক্ষের দোষ গোপন করা যাবে না। এমনকি তাতে কোনো প্রকার ধোঁকার আশ্রয়ও নেওয়া যাবে না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদের ধোঁকা দিবে সেও আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; মিশকাত, হা/৩৫২০)। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিবাহের বর-কনের ভালো-মন্দ অবগত হতে বলেছেন (তিরমিযী, হা/১০৮৭; ইবনু মাজাহ, হা/৮৬৬৫, আহমাদ, হা/১৮১৫৪; মিশকাত, হা/৩১০৭, ‘বিবাহ’ অধ্যায়)।


Related questions

...