আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
50 views
in মাসআলা মাসায়েল by
শিক্ষার্থীদের শাসন করার ব্যাপারে শিক্ষকের অধিকার কতটু

1 Answer

0 votes
by (2.0k points)

শিক্ষক সর্বদা শিক্ষার্থীর প্রতি সদয় ও কোমল আচরণ করবেন এটাই ইসলামের নীতি। যা ইসলামের মহান শিক্ষক নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর আদর্শ থেকে প্রমাণিত হয়। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সঙ্গে ছালাত আদায় করেছিলাম। ইত্যবসরে আমাদের মধ্যে একজন হাঁচি দিল। আমি ইয়ারহামুকাল্লহ বললাম। তখন লোকেরা আমার দিকে আড় চোখে দেখতে লাগল। আমি বললাম, আমার মায়ের পুত্র বিয়োগ হোক। তোমরা আমার প্রতি তাকাচ্ছ কেন? তখন তারা তাদের উরুর উপর হাত চাপড়াতে লাগল। আমি যখন বুঝতে পারলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন আমি চুপ হয়ে গেলাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছালাত শেষ করলেন, আমার মাতা-পিতা তাঁর জন্য কুরবান হোক! আমি তার মতো এত সুন্দর করে শিক্ষা দিতে পূর্বেও কাউকে দেখিনি, তারপরও কাউকে দেখিনি। আল্লাহর কসম! তিনি আমাকে ধমক দিলেন না, মারলেন না, গালিও দিলেন না। বরং বললেন, ছালাতে কথাবার্তা বলা ঠিক নয়। বরং তা হচ্ছে- তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠের জন্য’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭; মিশকাত, হা/৯৭৮)। তবে আদরে কাজ না হলে হালকা প্রহার করা যায়। কেননা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আদবের লাঠি উঠিয়ে নিতে নিষেধ করেছেন ও বলেছেন, ‘তুমি তোমার পরিবারের উপর হতে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিয়ো না’ (মুসনাদে আহমাদ, হা/২২১২৮; মিশকাত, হা/৬১)।

Related questions

...