আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
80 views
in মাসআলা মাসায়েল by
কোন গায়র মাহরাম ড্রাইভারের সাথে মহিলার একাকিনী কোথাও যাওয়া বৈধ কি?

1 Answer

0 votes
by (2.0k points)

না; গাড়ি, রিক্সা বা বাইকে এমন কোন পুরুষের সাথে মহিলার একাকী যাওয়া বৈধ নয়, যার সাথে কোনও সময় তার বিবাহ বৈধ। বাস, ট্রেন, প্লেন বা জাহাজের কোন সফরে যাওয়া, এমনকি কোন ইবাদতের সফরেও নয়। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দুরত্ব সফর করা বৈধ নয় (ছহীহ বুখারী, হা/১০৮৮; ছহীহ মুসলিম হা/১৩৩৯)। তিনি আরো বলেন, ‘কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। আর  মহরাম  ব্যতিরেকে কোন নারী যেন সফর না করে। এক ব্যক্তি বলল, হে আলাহর রাসূল! আমার স্ত্রী হজ্জ পালন করতে বের হয়েছে, আর আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি। তিনি বললেন, যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ্জ কর। (বুখারী, হা/৩০০৬; মুসলিম, হা/১৩৪১)। কারণ যখন কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখন শয়তান তাদের তৃতীয় সাথী হয়। (তিরমিযী, হা/১১৭১; মিশকাত, হা/৩১১৮)।

Related questions

...