অমুসলিমদের মাঝে প্রচলিত ও ব্যবহৃত শব্দসমূহে যদি ধর্মীয় কোনো দৃষ্টিভঙ্গি কিংবা শিরক মিশ্রিত না থাকে, তাহলে সেসব শব্দে তাদের সম্বোধন করাতে কোনো অসুবিধা নেই। হিন্দু সমাজে সাধারণত বড় ভাইকে দাদা বলে সম্বোধন করা হয়। এতে ধর্মীয় ভাবাবেগ কিংবা শিরকের কোনো ব্যাপার নেই। তাই হিন্দুদের দাদা বলে সম্বোধন করাতে কোনো সমস্যা নেই। কেননা এটা সামাজিক শিষ্টাচার। আর সামাজিক শিষ্টাচারে শিরক-বিদআত না থাকলে ‘দাদা’ বলে ডাকাতে কোনো সমস্যা নেই (ছহীহ বুখারী, হা/১৩৬০; ছহীহ মুসলিম, হা/২৪)।