হ্যাঁ, কথাটি সঠিক। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘শহীদ ব্যক্তি মৃত্যুর কষ্ট ততটুকু অনুভব করে, তোমাদের কাউকে একবার চিমটি কাটলে সে যতটুকু কষ্ট অনুভব করে’ (নাসাঈ, হা/৩১৬১; দারামী, হা/২৪৭৫; তিরমিযী, হা/১৬৬৮, ইমাম তিরমিযী হাদীছটিকে হাসান গারীব বলেছেন)।