মসজিদ নির্মাণের পর তা উদ্বোধন করার জন্য মানুষ ডেকে অনুষ্ঠান করার ব্যাপারে শারঈ কোনো বিধান নেই। তবে ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছালাত আদায় করে অনেক ছাহাবীর জন্য ছালাতের স্থান নির্ধারণ করে দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৪২৫)। এ হিসাবে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন না করে কোনো পরহেজগার ব্যক্তিকে দিয়ে ছালাত আরম্ভ করা যায়।