আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
39 views
in মাসআলা মাসায়েল by
জনৈক ব্যক্তি ছালাত, ছিয়াম, ও দান-ছাদাক্বা করে। কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়। এ ব্যাপারে ইসলামের বক্তব্য কী?

1 Answer

0 votes
by (2.0k points)

নবীগণকে পাঠানোর অন্যতম একটি উদ্দেশ্য হলো, মানুষের মাঝে উত্তম আদর্শ প্রতিষ্ঠা করা ও তাদের উত্তম আদর্শে আদর্শিত করা। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শ প্রতিষ্ঠা করতে’ (আল-মুসতাদরাক আলাছ ছহীহাইন, হা/৪২২১)| প্রশ্নোল্লিখিত ব্যক্তি সম্পর্কে ইসলামের বক্তব্য হলো, তার এই আচরণ তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এমর্মে আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! অমুক মহিলা বেশি বেশি ছালাত আদায় করে, ছিয়াম রাখে ও দান-খয়রাত করে বলে উল্লেখ করা হয়; কিন্তু সে নিজ জিহ্বা দ্বারা (অসভ্য কথা বলে বা গালি দিয়ে) প্রতিবেশীকে কষ্ট দেয়। (তার ব্যাপারে আপনার অভিমত কী?)’ তিনি বললেন, ‘সে জাহান্নামে যাবে’। লোকটি আবারও বলল, ‘হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! অমুক মহিলা কম ছালাত আদায় করে, ছিয়াম রাখে এবং দান-খয়রাত করে বলে উল্লেখ করা হয়; কিন্তু সে নিজ জিহ্বা দ্বারা (অসভ্য কথা বলে বা গালি দিয়ে) প্রতিবেশীকে কষ্ট দেয় না। (তার ব্যাপারে আপনার অভিমত কী?)’ তিনি বললেন, ‘সে জান্নাতে যাবে’ (মুসনাদে আহমাদ, হা/৯৬৭৩)| সুতরাং এমন আচরণ থেকে বেঁচে থাকতে হবে।

Related questions

...