আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
65 views
in মাসআলা মাসায়েল by  
অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)  

হ্যাঁ, যাবে। কেননা আহলে ছুফফার অধিবাসীরা মসজিদে অবস্থান করতেন। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহু) মসজিদে ঘুমাতেন (ছহীহ বুখারী, হা/৩৭৩৮)। সা‘দ ইবনু মুআয (রাযিয়াল্লাহু আনহা) যুদ্ধে যখম হলে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার দেখাশুনার জন্য মসজিদে একটি তাঁবু বানিয়েছিলেন। ঐ মসজিদে ‘গেফার’ গোত্রের লোকদেরও তাবু ছিল (ছহীহ বুখারী, হা/৪৬৩)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে জনৈকা কৃষ্ণকায় দাসীকে মসজিদে থাকার জন্য একটা তাঁবু দ্বারা পৃথক কক্ষ তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে থেকে সে মসজিদের খেদমত করত (ছহীহ বুখারী, পৃঃ ১৬২ ‘ছালাত’ অধ্যায়, ‘মেয়েদের মসজিদে ঘুমানো’ অনুচ্ছেদ)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) ঋতুবতী অবস্থায় রাসুলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর জন্য মসজিদে চাটাই এনে দিতেন (ছহীহ মুসলিম, হা/২৯৮)। মায়মূনা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘আমাদের কেউ ঋতুবতী অবস্থায় মসজিদে চাটাই বিছিয়ে দিতেন’ (নাসাঈ, হা/২৭৩)।

Related questions

...