আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
54 views
in মাসআলা মাসায়েল by
যদি অনেক মসজিদের আযান শুনতে পাই তাইলে কি সব আজানের জবাব দিতে হবে?

1 Answer

0 votes
by (2.0k points)

এক আযানের জওয়াব দেয়ার পর আরেক আযানের জওয়াব দেয়া বাধ্যতামূলক নয়। তবে সম্ভব হলে একাধিক আযানের উত্তর দিবে। কেননা আযানের উত্তর দেয়ার জন্য নির্দিষ্টভাবে একবারকে বা কোন মসজিদের আযানকে বুঝানো হয়নি। বরং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা যখনই আযান শুনবে তখনই মুয়াজ্জিন যা বলে তোমরাও ঠিক তাই বলবে’ (ছহীহ বুখারী, হা/৬১১; ছহীহ মুসলিম, হা/৩৮৩)। তাছাড়া আযানের উত্তর দেয়ার জন্য অশেষ নেকী রয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা মুয়াযযিনের আযান শুনলে উত্তরে সে শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে। আযান শেষে আমার ওপর দরূদ পাঠ করবে। কারণ যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে (এর পরিবর্তে) আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন। এরপর আমার জন্য আল্লাহর কাছে ‘ওয়াসীলা’ প্রার্থনা করবে। ‘ওয়াসীলা’ হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন। আর আমার আশা এ বান্দা আমিই হব। তাই যে ব্যক্তি আমার জন্য ‘ওয়াসীলা’র দু‘আ করবে, কিয়ামতের (কিয়ামতের) দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে (ছহীহ মুসলিম, হা/৩৮৪; আবূ দাঊদ, হা/৫২৩; মিশকাত, হা/৬৫৭)।


Related questions

...