আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
+1 vote
92 views
in মাসআলা মাসায়েল by
টাকায় ছবিযুক্ত থাকলে তা পকেটে নিয়ে ছালাত আদায় করলে উক্ত ছালাত কবুল হবে কি?

1 Answer

+1 vote
by (2.0k points)

ছবিযুক্ত টাকা পকেটে থাকলে ছালাতের কোন ক্ষতি হবে না। কেননা সেটা চোখে দেখা যায় না। একদা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে বললেন, তুমি এ ছবি সম্বলিত চাদরটি আমার সামনে থেকে সরিয়ে নাও। এর ছবি আমার ছালাতের একাগ্রতা নষ্ট করে (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছবি সম্বলিত কাপড়টি সরিয়ে রাখতে বলেছেন। কিন্তু ঐ ছালাত দ্বিতীয়বার আদায় করেননি। সুতরাং, ছালাতের কোনো ক্ষতি হবে না। তবে কাপড়ে ছবি থাকলে অথবা খোলা স্থানে টাকা বা ছবি থাকলে ছালাত আদায় করা উচিত নয়। কেননা যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না (ছহীহ বুখারী, হা/৫৯৪৯; ছহীহ মুসলিম, হা/২৬; মিশকাত, হা/৪৪৮৯)।

Related questions

...