আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
172 views
in মাসআলা মাসায়েল by
খারেজীদের জাহান্নামের কুকুর বলা হয় কেন?

1 Answer

0 votes
by (2.0k points)

আবূ উমামা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, তারা (খারেজীরা) হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট নিহত লোক। তারা যাদের হত্যা করবে, তারা হবে শ্রেষ্ঠ শহীদ। তারা হবে জাহান্নামের কুকুর…’ (ইবনু মাজাহ, হা/১৭৬)। জাহান্নামের কুকুর বলতে বুঝানো হয়েছে- হতে পারে জাহান্নামে তাদের আকৃতি হবে কুকুরের মতো (মিরক্বাতুল মাফাতীহ, ৬/২৩২৩)। অথবা জাহান্নামে গিয়ে তারা কুকুরের মতো বিলাপ করে বেড়াবে। অথবা তারা হবে জাহান্নামের সবচেয়ে ‍নিকৃষ্ট প্রাণী। কুকুর যেমন দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট প্রাণী (ফায়যুল ক্বাদীর, ১/৫২৮)। তাদের এই নামে অভিহিত করার কারণ হলো- দুনিয়ায় তারা মুসলিমদের উপর কুকুরের মতো আচরণ করত। তাদেরকে কাফের বলে ফতাওয়া দিত, তাদের বিরুদ্ধাচরণ করত এবং তাদের হত্যা করত। তাই তাদের কর্মের প্রতিফল স্বরূপ পরকালে কুকুরে পরিণত করা হবে (ফায়যুল ক্বাদীর, ১/৫০৯)।

Related questions

...