বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর ধার্মিকতা বা দ্বীনকে প্রাধান্য দিতে হবে একথাই ঠিক (ছহীহ বুখারী, হা/৫০৯০; ছহীহ মুসলিম, হা/১৪৬৬; মিশকাত, হা/৩০৮২)। কিন্তু কোনোদিনও বিবাহ করব না এমন নিয়্যত করা ঠিক হবে না। কেননা বিবাহ না করলে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিরুদ্ধাচরণ করা হবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহভীরু। আমি ছিয়াম রাখি, ছালাত আদায় করি এবং আমি বিবাহ করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/৫০৬৩; ছহীহ মুসলিম, হা/১৪০১; মিশকাত হা/১৪৫)। অতএব সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে সৎ ও ধার্মিক পাত্র-পাত্রীকে বিবাহ করতে হবে। কেননা সমাজ সৎ পাত্র-পাত্রী শূন্য হয়ে গেছে বিষয়টি এমন নয়। আর দুনিয়াতে কেউ নিষ্পাপও নয়। সকল আদম সন্তানই পাপী। তাছাড়া বিয়ের পরেও অনেকে তাক্বওয়াশীল হতে পারে। তবে শারীরিক অক্ষমতা থাকলে ভিন্ন কথা।