আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
71 views
in মাসআলা মাসায়েল by
মিলনের সময় বীর্য নির্গত না হলেও কি গোসল ফরয হবে?

1 Answer

0 votes
by (2.0k points)

হ্যাঁ, মিলনে সময় বীর্যপাত না হলেও গোসল করা ফরয হবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘পুরুষের খতনার জায়গা মহিলার খতনার জায়গা অতিক্রম করলেই গোসল করা ফরয হয়ে যাবে। তিনি [আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)] বলেন, আমি ও রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা করেছি, তারপর দু’জনেই গোসল করেছি (তিরমিযী, হা/১০৮; ইবনু মাজাহ, হা/৬০৮; মিশকাত, হা/৪৪২)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কোনো ব্যক্তি স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে, তার উপর গোসল ওয়াজিব হয়ে যায় (ছহীহ বুখারী, হা/২৯১)। অতএব মিলনের সময় বীর্যপাত হোক বা না হোক গোসল ফরয হয়ে যাবে।

Related questions

...