আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
62 views
in বিজ্ঞান ও ইসলাম। by
রাতে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হয়। এমন কোনো শারঈ ভিত্তি আছে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

না, এমন কথার শারঈ কোনো ভিত্তি নেই। তবে ঘুমানোর সময় বাতি বা আলো নিভিয়ে ঘুমানো ভালো। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা ঘুমের সময় বাতিগুলো নিভিয়ে দিবে। কেননা অনেক সময় ছোট ছোট ক্ষতিকারক ইঁদুর পলিতা বা ‘কুপি বাতি’ টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে দেয় (ছহীহ বুখারী হা/৩৩১৬; মিশকাত, হা/৪২৯৬)। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমরা ঘুমিয়ে পড়, তখন তোমরা ঘরের মধ্যে প্রজ্বলিত আগুন রেখো না (ছহীহ বুখারী হা/৫৬০৬; ছহীহ মুসলিম হা/২০১১; মিশকাত, হা/৪৩০০)। আবূ মূসা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাতে মদীনায় একটি ঘর আগুনে জ্বলে যাওয়ার কারণে গৃহবাসীদের উপর বিপদ এসে পড়ল। অতঃপর ব্যাপারটি নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জানানো হলে তিনি বললেন, এ আগুন তোমাদের দুশমন। অতএব যখন রাত্রিতে তোমরা ঘুমাবে, তখন তা নিভিয়ে দিবে (ছহীহ বুখারী হা/৬২৯৩; ছহীহ মুসলিম হা/২০১৫; মিশকাত, হা/৪৩০০)।

Related questions

...