বা আসলেই অত্যাধিক কৃপণ হলে তার অজান্তে ‘প্রয়োজনীয়’ টাকা নেওয়া যায়। তবে কোনোক্রমেই তা যেন প্রয়োজনের চেয়ে বেশি কিংবা অসংগত খরচের জন্য না হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, হিন্দ বিনতে উতবা বলল, হে আল্লাহর রাসূল! আবূ সুফিয়ান খুব কৃপণ মানুষ। আমার ও সন্তানদের প্রয়োজনীয় খরচ আমাকে দেয় না. তার অজান্তে কিছু নেওয়া ছাড়া। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, خُذِى مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ‘তোমার ও তোমার সন্তানদের সংগতভাবে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিতে পার’ (ছহীহ বুখারী, হা/৫৩৬৪; ছহীহ মুসলিম, হা/১৭১৪)।