আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
91 views
in দো‘আ ও যিকির by

হালাল রিযিক্বের জন্য কি কি দু‘আ পড়া যায়?

1 Answer

0 votes
by (2.0k points)

হালাল রিযিকের জন্য নিম্নোক্ত দু‘আগুলো পড়া যেতে পারে- ১. اللَّهُمَّ اكْفِنِى بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِى بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ তথা; হে আল্লাহ! আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের হতে মুখাপেক্ষীহীন করুন (তিরমিযী, হা/৩৯১১; সিলসিলা ছহীহা, হা/২৬৬)। ২. اللهم أَغْنِنَا بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنَا مِنْ فَضْلِكَ عَمَّنْ سِوَاكَ  তথা ‘হে আল্লাহ! আপনি আমাদের আপনার হালালের মাধ্যমে হারাম থেকে মুক্ত রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাদের অন্যদের হতে মুখাপেক্ষীহীন করুন’ (জামেউল আহাদীছ, হা/২৭৪২৩)। ৩. اللهم إِنِّىْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً  তথা ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী ইলম, পবিত্র রিযিক্ব এবং গ্রহণীয় কর্ম কামনা করি (ইবনু মাজাহ, ৯২৫; মিশকাত, হা/২৪৯৮; সিলসিলা ছহীহা, হা/১৫১১)। এছাড়াও নিজ ভাষায় আল্লাহর নিকট রিযিক্বের জন্য দু’আ করা যায়।

Related questions

...