আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
180 views
in মাসআলা মাসায়েল by
স্বপ্নদোষের কারণে পোশাকে বীর্য লেগে রয়েছে। এই বীর্য লেগে থাকা পোশাকে ছালাত হবে?

1 Answer

0 votes
by (2.0k points)

কাপড়ে ময়লা লাগলে যেমন কাপড় ধুয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করে ছালাত আদায় করা উত্তম (আল-আ’রাফ, হা/৩১)। তদ্রূপ কাপড়ে বীর্য জাতীয় কিছু লাগলে তা পরিস্কার করে ছালাত আদায় করা উত্তম। বীর্য কাপড়ে শুকিয়ে গেলে তা নখ বা কাষ্ট টুকরা দ্বারা খুটিয়ে ফেলা যথেষ্ট আর যদি তা আদ্র থাকে তাহলে তা ধুয়ে নিতে হবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাপড়ে লেগে থাকা বীর্য খুটিয়ে উঠিয়ে দিতাম অতঃপর সেই কাপড়ে তিনি ছালাত আদায় করতেন। (আবূ দাঊদ, হা/৩৭২; নাসাঈ, হা/২৯৭; ইবনু মাজাহ, হা/৫৩৭-৫৩৯)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)–এর কাপড় থেকে  বীর্য ধুয়ে দিতাম। অতঃপর তিনি সেই কাপড় পরিধান করে ছালাতের জন্য বের হয়ে যেতেন। ধৌত করা পানির চিহ্ন কাপড়ে লক্ষ্য করা যেত। (ছহীহ বুখারী, হা/২৩২; ছহীহ মুসলিম, হা/২৮৯; নাসাঈ, হা/২৯৬; ইবনু মাজাহ, হা/৫৩৬)।

Related questions

...