আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
113 views
in হাদিস,ফিকহ ও এর নানা শাস্ত্র by
যারা মিউজিক শুনে তাদের ব্যাপারে কি বর্ণিত কোন হাদীস আছে?

1 Answer

0 votes
by (2.0k points)

যারা মিউজিক শুনে তাদের শাস্তির ব্যাপারে কঠিন হতে কঠিন শাস্তির কথা হাদীছে বর্ণিত হয়েছে। যেমন: ইমরান ইবনু হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘এই উম্মতের জন্য ভূমিধ্বস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব হবে। জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! তা কখন ঘটবে? তিনি বললেন, ‘যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে (তিরমিযী, হা/২২১২; মিশকাত, হা/১০৬)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা’আলা মদ, জুয়া ও সব ধরণের বাদ্যযন্ত্র হারাম করেছেন’ (মিশকাত, হা/৪৫০৩ ‘হাদীছ ছহীহ’)।

Related questions

...