আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
50 views
by (55 points)
edited by
রাসূল এর বিছানা কিসের তৈরি ছিলো

1 Answer

0 votes
by (1.9k points)
রাসূল (ছাঃ) আখেরাতমুখী সাদামাটা জীবন যাপন করতেন। দুনিয়ার যৎসামন্য আসবাবপত্রে তাঁর অল্পে তুষ্টির নমুনা তুলনাহীন। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, একদা নবী কারীম (ছাঃ) একটি খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন। তাঁর দেহের চামড়ায় (মাদুরের) দাগ বসে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য মাদুরের উপর কিছু (তোষক) বিছিয়ে দিতাম। তাহ’লে তা আপনাকে দাগ লাগা থেকে বাঁচিয়ে রাখত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,مَا أَنَا وَالدُّنْيَا إِنَّمَا أَنَا وَالدُّنْيَا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا، ‘দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমি দুনিয়াতে এমন এক মুসাফির বৈ তো কিছু নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল। অতঃপর তা ত্যাগ করে গন্তব্যের দিকে চলে গেল’।[তিরমিযী হা/২৩৩৭; ইবনু মাজাহ হা/৪১০৯; মিশকাত হা/৫১৮৮, সনদ ছহীহ।]

আয়েশা (রাঃ) বলেন, كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، وَحَشْوُهُ مِنْ لِيفٍ، ‘রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিছানা ছিল চামড়ার তৈরী এবং তার ভিতরে ছিল খেজুর পাতার আঁশ’।[বুখারী হা/৬৪৫৬; মুসলিম হা/২০২৮।]

Related questions

...