আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
17 views
in অন্যান্য by  
edited by

আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার পাশের বাড়ির চাচাকে কেউ একজন ছুরি নিয়ে তাড়া করছে। তারপর তিনি দৌড়ে আমার রুমে চলে আসলো। তারপর আমি দরজা বন্ধ করে দেই। তখন বাইরে থেকে আগন্তুক এসে দরজা খোলার চেষ্টা করে। তখন আমার হাতে কয়েকটি ছুরিকাঘাতের ক্ষত হয় এবং আমি রক্ত স্পষ্ট দেখতে পাই। আমি সবাইকে ডাকতে থাকি কিন্তু কেউ সাহায্য করতে আসেনি আমি চাচাকে সাহায্য করছি, তিনিও বিছানায় শুয়ে শুধু আমাকে দেখছেন। মোটেও সাহায্য করছে না।

Please log in or register to answer this question.

...