আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
+1 vote
35 views
in সালাত by
আসসালামু আলাইকুম। আমার অজু কর‌লে ম‌নে হয় অজু হয়‌ নি। বারবার কর‌তে হয়। ম‌নে স‌ন্দেহ কাজ ক‌রে সবসময়ই, ম‌া‌নে যতবার অজু ক‌রি ততবারই। প্র‌তি‌দিন যতবার নামাজ প‌ড়ি ততবারই ম‌নে হয় নামাজ হয় না, ভুল হয়। এক নামাজ বারবার পড়‌তে হয়। আমার সবসময়ই যে‌কোন কাজ কর‌তে সমস্যা হয়। ম‌নো‌যোগ থ‌া‌কে না, ম‌নে থা‌কে না। আমার মান‌সিক রোগ আছে। যতবার প্রশ্রাব ক‌রি ততবারই ম‌নে হয় প্রশ্রাব শরীর ও কাপ‌ড়ে ছি‌টে আসে। আর আমি আমার গোপন অঙ্গ-প্রত‌্যঙ্গের দি‌কে তাকাই না, তাকা‌লে অস্ব‌স্তি অনুভব ক‌রি, সমস্যা হয়। আমি নি‌জে‌কে প‌বিত্র রাখ‌তে প্র‌তিবার প্রশ্রা‌বের পরই শরীর ধু‌য়ে প‌রিষ্কার ক‌রি ও কাপড় প‌রিবর্তন ক‌রি। নি‌জের প্র‌তি আমার বিশ্বাস নেই, আমি ম‌নে ক‌রি, আমি সারা‌দিন কি ক‌রি নি‌জেও জা‌নি না, ‌নি‌জেও বল‌তে পা‌রি না। আমার বয়স ২৩। আমার প্রশ্ন যত‌দিন অসুস্থ থাকব তত‌দিন আমার এমন অবস্থায় কি করা উচিত? নি‌চের প্রশ্ন সমূ‌হের উত্তর জান‌তে চাই।

১, রাস্তাঘা‌টে প্রশ্রাব কর‌লে শরীর ও কাপড় প‌রিবর্তন করার সু‌যোগ থা‌কে না। তখন আমার কি করা দরকার?

২, অজুর ক্ষে‌ত্র‌ে কি করণীয় আমার?

৩, নমাজের ক্ষে‌ত্র‌ে আমার করণীয় কি?

   

                                                                              

Please log in or register to answer this question.

...