আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
58 views
in মাসআলা মাসায়েল by (1.9k points)
এখন দেখা যায় অনেক জায়গায় মুসলিমরা অমুসলিমদের কাছে নির্যাতিত হচ্ছে । এমতবস্থায় কি আমুসলিমদের বায়তুলমালের অংশ বা কুরবানীর গোশত দেওয়া ঠিক হবে ?

1 Answer

0 votes
by (1.3k points)

বায়তুলমাল বা যাকাতের একটা অংশ অমুসলিমদেরকে দেওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন। আর তা হচ্ছে তাদেরকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য (তওবা, ৬০)। সুতরাং প্রতিবেশী অমুসলিমদের বিষয়টি যদি অনুরূপ হয়ে থাকে তাহলে যাকাতের একটা অংশ তাদেরকে দেওয়াই উত্তম। সরাসরি যাকাতের অংশ অমুসলিমদেরকে দেয়ার ব্যাপারে কোন বিধান শরী‘আতে নেই। তবে যেকোন ব্যক্তি চাইতে আসলে তাকে সাহায্য করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর তাদের সম্পদে নির্ধারিত হক্ব আছে। ভিক্ষুক ও বঞ্চিতদের’ (মা‘আরিজ, ২৪-২৫)। অন্যত্র তিনি বলেন, ‘আর ভিক্ষুককে ধমক দিও না’ (যুহা, ১০)। অনুরূপ কুরবানীর গোশত তাদের দেয়া যেতে পারে।

Related questions

...