রক্ত বিক্রয় করা যাবে না। তবে যেকোন মানুষের উপকারার্থে বিনামূল্যে রক্ত দেওয়া ও নেওয়া যায়। এর মধ্যে কল্যাণ বা ছওয়াব রয়েছে। কারণ এটা মানুষের প্রতি মানুষের কর্তব্য এবং দয়া করার শামিল। জারীর ইবনু আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আল্লাহ তা‘আলা তার প্রতি অনুগ্রহ করেন না, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না’ (ছহীহ বুখারী, হা/৬০১৩; ছহীহ মুসলিম, হা/২৩১৯; মিশকাত, হা/৪৯৪৭)। শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহঃ) বলেন, কোন মানুষ যদি অসুস্থ হয় এবং রক্ত প্রদান ব্যতীত জীবন রক্ষার সম্ভাবনা না থাকে তাহলে রক্ত প্রদানে কোন ক্ষতি নেই, উভয়ের দ্বীন (ধর্ম) ভিন্ন হলেও (ফাতাওয়া হাইয়াতুল কিবারিল ওলামা, ২/৮৯৯ পৃঃ)।