নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটার বিষয়টি জীবিত থাকা অবস্থায় বাস্তবায়ন করতে হবে। মৃত ব্যক্তির উপরে এ বিধান প্রযোজ্য নয়। রাসূল (ছাঃ) মৃত ব্যক্তিকে ওযূ দিয়ে গোসল দিতে বলেছেন (ছহীহ বুখারী, হা/১২৫৬; ছহীহ মুসলিম, হা/৯৩৯; মিশকাত, হা/১৬৩৪)। অতএব, ওযূ-গোসল ব্যতীত অন্য কিছু করলে তা কুসংস্কার ও বিদ‘আত বলে গণ্য হবে। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির নখ, চুল ইত্যাদি কর্তন করার পক্ষে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা যঈফ (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৪২৩৫; মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, ৩/২৪৭ পৃঃ)।