এখানে যেহুতু বহু সংখ্যক দেশ ও বিদেশ এর বিভিন্ন শায়েখ বা স্কলার দের বই বা গ্রন্থ এর সংগ্রহ আছে তাই সকল শায়েখ বা স্কলার দের বই বা গ্রন্থ আমাদের পক্ষে হয়তো যাচাই করা সম্ভব নয় । আমরা আমাদের সাধ্যমত যাচাই-বাছাই করার চেষ্টা করছি কিন্তু এতো বিপুল সংখ্যক বই যাচাই-বাছাই এর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন ।
কিভাবে সাহায্য করবেন ? => আপনারা আপনাদের প্রয়োজনীয় বইগুলো পড়ার সময়ে যদি সামান্য কোন সমস্যা বা ভুল দেখেন অথবা সন্দেহজনক মনে হয় তাহলে সাথে সাথে আমাদের কে জানাবেন ইং-শা-আল্লাহ
আর মনে রাখবেন, কারোর বই পড়লে যে তার সব কথায় মেনে নিতে হবে বা তার সব কিছুই সঠিক এমন মনে করবেন না। আল্লাহ আপনাকে স্বাধীনভাবে যাচাই-বাচাই ও চিন্তা করার ক্ষমতা দিয়েছে। সুতরাং সেটাকে কাজে লাগাবেন। যার যে বিষয়ে দক্ষতা বেশি বা গবেষণা বেশি তার কাছ থেকে শুধুমাত্র সেই বিষয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করুন ইং-শা-আল্লাহ।